• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন |
  • English Version

কাল বৈশাখীর ভয়ে গৃহহীন বৃদ্ধা মান্নানের ঘরের আকুতি

কাল বৈশাখীর ভয়ে গৃহহীন
বৃদ্ধা মান্নানের ঘরের আকুতি

# উজ্জ্বল কুমার সরকার :-

যুবক বয়সে মানুষের গৃহের কারিগর ছিলেন আব্দুল মান্নান মৃধা। প্রথমে তিনি বিল্ডিং নির্মাণ শ্রমিক হিসেবে পেশা বেঁচে নেন। পরবর্তীতে আব্দুল মান্নান মৃধা বিল্ডিং নির্মাণ কারিগরি (রাজমিস্ত্রী) হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন। ভাগ্যের কি নিমর্ম পরিহাস। আজীবন যিনি মানুষের আশ্রয়ের জন্য ঘর তৈরি করে দিয়েছেন তিনিই আজ গৃহহীন।
কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামের মৃত আবদুল গফুর মৃধার ছেলে আব্দুল মান্নান মৃধা। দুই শতক ভিটেবাড়ি ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই তার। বড় ছেলে নয়ন মৃধা গাজীপুর সদরের রিকসা চালক এবং ছোট ছেলে হারুন মৃধা স্থানীয়ভাবে মাটিকাটার শ্রমিক। দুই মেয়ে বিবাহিতা।
ছেলে দুইজনই বিবাহ করে আলাদা সংসার চালান। বৃদ্ধা আবদুল মন্নানের বয়স ৬৬টিতে পা রাখলেও তিনি বয়স্ক ভাতাও পাননি।
শারীরিক অসুস্থার জন্য তিনি এখন রাজমিস্ত্রীর কাজ করতে পারছেন না। অভাব অনটনে দিনানিপাত করছেন এই অসহায় দম্পতি। বর্তমানে জরার্জীন একটি কুঁড়ে ঘরে আব্দুল মান্নান মৃধার বসবাস।
গত বছর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মন্নান মৃধার গৃহ পরিদর্শন করে দুই ব্যান্ডেল ঢেউটিন প্রদানের আশ্বাস দিলেও তা গুড়ে বালি। কাল বৈশাখীর ঝড় ও ভারী বৃষ্টি হলেই অসহায় দম্পতি ছুটে যান অন্যের ঘরে।
স্ত্রী সুফিয়া খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, মৃত্যুর আগে আমাগো কপালে আর ঘর জুটবেনা। গৃহহীন আব্দুল মান্নান মৃধা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর যদি আমারে একটা ঘর তৈরি করে দিতেন তাহলে চিরকৃতজ্ঞ হতাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *